লখনউ, ১৬ মার্চ (হি.স.) : বুধবার উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিকেলে দিল্লি পৌঁছে দলীয় নেতৃত্বের সঙ্গে বিধান পরিষদের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচনা করার পাশাপাশি সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার সকালে আদিত্যনাথের রাজধানীতে পৌঁছানোর কথা ছিল, সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের কারণে তিনি সফরসূচি বদল করেছেন। জানা গিয়েছে, এদিন আনুমানিক দুপুরে আদিত্যনাথ হিন্দন এয়ারবেসে নেমে বিকাল ৪ টায় বৈঠকটি নির্ধারিত হয়েছে। তিনি রাজ্যে আগামীদিনের সরকার গঠন নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা করতে অমিত শাহের সঙ্গে দেখা করবেন যোগী আদিত্যনাথ
সম্পরকিত প্রবন্ধ