Saturday, July 27, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

বৃহস্পতিবার কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের ধাক্কা। বেশ খানিকটা বেড়ে গেল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন শহরে আলাদা-আলাদা দাম বেড়েছে। কলকাতায় যেমন ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৮ টাকা। দিল্লিতে ১৪ টাকা দাম বেড়েছে। মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা। চেন্নাইয়ে ১২.৫ টাকা বেড়েছে দাম। নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। ফলে কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১,৮৮৭ টাকা।

হোটেল-রেস্তারাঁ ও ক‌্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ‌্যাস ব‌্যবহার হয়। মূল‌্যবৃদ্ধির বাজারে ফের একদফা বাণিজ্যিক গ‌্যাসের দাম বাড়ায় রান্না করা খাবারের দাম বাড়বে। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে। চাপে পড়বেন LPG চালিত গাড়ির মালিকরাও।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ১৪.২ কেজির গ্যাসের দাম ৯২৯ টাকাই থাকছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতে দু’বার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। এরইমধ্যে দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বেড়েছিল। কিন্তু, গত ১৬ নভেম্বর সেই দাম ৫৭.৫০ টাকা কমে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য