স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : অটো চালকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার রাজধানীর লঙ্কামুড়া ব্রীজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম বিমল দেবনাথ। মৃত ব্যক্তির ছেলে জানায়, শুক্রবার রাতে আটটা নাগাদ বাড়িতে তার পিতা বিমল দেবনাথ ফোন করে জানায় তিনি বাড়ি ফিরে স্নান করার জন্য গরম জল করে রাখতে। যথারীতি গরম জল করে রাখার পরেও রাত দশটা পর্যন্ত বাড়ি না ফিরে আসায় ফোন করলে মোবাইল সুইচ অফ পায়।
তারপর বহু খোঁজাখুঁজি করে মৃতদেহ পায়নি পরিবারের লোকজনেরা। শেষ পর্যন্ত মৃতদেহটি ব্রীজের নিচে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। গাড়িটি পাওয়া যায় ব্রীজের উপর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পিতা জানায়, মৃতদেহের সঙ্গে মদের বোতল এবং গ্লাস পড়েছিল। মৃত ব্যক্তির ছেলের দাবি পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তির সাথে তাদের ঝগড়া ছিল। কিছুদিন আগে তার পিতাকে প্রাননাশের হুমকি দিয়েছিল। তাই ঘটনা তদন্ত হলে মৃত্যুর কারণ বের হয়ে আসবে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।