Sunday, September 8, 2024
বাড়িশ্রেণী বহির্ভূতঊনকোটি জেলা হাসপাতাল দীর্ঘ নয় ঘন্টা অন্ধকার

ঊনকোটি জেলা হাসপাতাল দীর্ঘ নয় ঘন্টা অন্ধকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : কৈলাসহরের ভগবান নগর এলাকা স্থিত ঊনকোটি জেলা হাসপাতালে প্রায় নয় ঘন্টা বিদ্যুৎ না থাকায় মুখ থুবড়ে পড়ে জরুরি বিভাগের পরিষেবা, ব্লাড ব্যাংকের পরিষেবা, সিটি স্ক্যান পরিষেবা এবং অক্সিজেন প্ল্যান্ট।

দীর্ঘক্ষন বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগীরা গরম সহ্য না করতে পেরে হাসপাতালের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিত ভট্টাচার্য রাত দুইটায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানোর পরও প্রায় আট ঘন্টা পর সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জেলা হাসপাতালে বিদ্যুৎ সারাই করতে আসে। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের এহেন খামখেয়ালিতে হাসপাতালের রোগী, রোগীর পরিজনরা এবং কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিত ভট্টাচার্যও প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিত ভট্টাচার্য প্রকাশ্যেই জানান, রাত একটায় হাসপাতালে বিদ্যুৎ চলে যাবার পর হাসপাতালের রোগীদের অনুরোধে রাত দুইটায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানো হয়। বলা হয় কিছুক্ষণের মধ্যেই কর্মীরা হাসপাতালে এসে বিদ্যুৎ সারাই করে দেবে। কিন্তু পরের দিন সকাল দশটায় সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জেলা হাসপাতালে আসে বিদ্যুৎ সারাই করার জন্য। তখন রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে সাই কম্পিউটার লিমিটেডের গাড়ি সহ সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরবর্তী সময় সাই কম্পিউটার লিমিটেডের উচ্চ পদস্থ আধিকারিকরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে গিয়ে জানান, এ ধরনের সমস্যা আগামী দিন হবে না। একটানা নয় ঘন্টা জেলা হাসপাতালে বিদ্যুৎ না থাকায় অক্সিজেন প্ল্যান্ট বিকল হয়ে গেছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য