স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ মে : ভারতীয় পেসার মহম্মদ শামিকে খুনের হুমকি। তাঁর ভাই জানিয়েছেন, ই-মেলে শামিকে খুনের হুমকি এসেছে তাঁর কাছে। যেখানে বলা হয়েছে, এক কোটি টাকা দিতে। নাহলে শামিকে খুন করা হবে। জানা যাচ্ছে, সেই মেলটি এসেছে রাজপুত সিন্ধার নামে একজনের থেকে। শামি এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত। ভারতীয় পেসারের পরিবার ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে।
শামির ভাই মহম্মদ হাসিব জানিয়েছেন, রবিবার দুপুর দুটো নাগাদ তাঁর কাছে মেলটি আসে। তাঁরা দ্রুত আমোরহা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এফআইআর-ও দায়ের করা হয়েছে। এছাড়া সাইবার সেলও বিষয়টি খতিয়ে দেখছে। হিন্দি ভাষার একটি সংবাদমাধ্যমের মতে, কর্ণাটক থেকে মেলটি এসেছে বলে মনে করা হচ্ছে। তবে নামটি ভুয়ো হওয়ার সম্ভাবনাও বেশি।
শামি এই মুহূর্তে সানরাইজার্সের জার্সিতে আইপিএলে ব্যস্ত। সোমবারই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। তবে তিনি একেবারেই ফর্মে নেই। ৯ ম্যাচে তুলেছেন মাত্র ৬ উইকেট। চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কামব্যাক করেছিলেন, ভারত ট্রফিও জেতে। যদিও হায়দরাবাদের জার্সিতে আগুন ঝরাতে পারছেন না। এর মধ্যেই এই হুমকি মেল ঘিরে প্রবল চাঞ্চল্য।
উল্লেখ্য, কিছুদিন আগে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। পহেলগাঁও জঙ্গিহানার পর ‘আইসিস কাশ্মীর’ নামের সংগঠনের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। পরে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে। শামির ক্ষেত্রে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। তবে মেল আইডি ভুয়ো হতে পারে। তবে ভারতীয় ক্রিকেটারদের খুনের হুমকি দিয়ে মেল আসা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটমহল।