Monday, March 24, 2025
বাড়িশীর্ষ সংবাদচাকরির জন্য আন্দোলন করতে গিয়ে আটক বহু যুবক

চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে আটক বহু যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন।  রাজ্যে বেকার আন্দোলন ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। কারণ নিয়োগ প্রক্রিয়ার নাম করে বিভিন্ন দপ্তরের ইন্টারভিউ বোর্ড কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর। চাকুরী হবে কি হবে না সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না চাকরি প্রত্যাশিত যুবকরা। এর জন্য রাস্তায় নামলে হচ্ছে তাদের গ্রেফতার। শুক্রবার ফায়ার সার্ভিসের চাকুরী প্রত্যাশীরা বিক্ষোভ দেখাতে আসে রাজধানীর জয়নগর স্থিত ফায়ার স্টেশনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ।

 কিন্তু বিক্ষোভ চরম আকার ধারণ করার আগে আতঙ্কিত পুলিশ বেকার যুবকদের আটক করে নিয়ে যায়। চাকরির প্রত্যাশী যুবকদের বক্তব্য, ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ার ম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য ২০২২ সালের মে মাসে শারীরিক মাপ নেওয়া হয়ে। শারীরিক মাপ নেওয়ার পর যারা নির্বাচিত হয়েছিল তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় ২০২৩ সালের জানুয়ারি মাসে। তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। এই পরিস্থিতিতে চিন্তিত চাকুরি প্রত্যাশীরা।

 চাকুরি প্রত্যাশীরা জানান, ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ার ম্যান ও ড্রাইভার পদের নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তারা তাও জানে না। বহুবার তারা এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছে। কিন্তু তারা অনুমোদন পায় নি। তাই এইদিন বাধ্য হয়ে ফায়ার সার্ভিস দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়েছে চাকুরি প্রত্যাশীরা। কিন্তু পুলিশ এইদিন চাকুরি প্রত্যাশিতডের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য