Monday, January 13, 2025
বাড়িশীর্ষ সংবাদরক্তদান শিবির থেকে কড়া হুশিয়ারি মন্ত্রীর, রাধানগর বাস স্ট্যান্ডের ভেতর পরিবেশ শান্তিপূর্ণ...

রক্তদান শিবির থেকে কড়া হুশিয়ারি মন্ত্রীর, রাধানগর বাস স্ট্যান্ডের ভেতর পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন। গত ২৫ মে রাধানগর বাসস্ট্যান্ডের ভেতর রাধানগর স্ট্যান্ডের সোসাইটি অপারেটর অসীম কুমার দাসের হাতে আক্রান্ত হয় রাজীব চক্রবর্তী নামে এক বাস চালক। বাস চালক সেদিন রাতের বেলা বাসস্ট্যান্ডের ঘুমানোর কারণে তাকে মারধর করা হয়েছিল। এই ঘটনার পর পরের দিন সকাল থেকে অন্যান্য গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, দিনভর রাধানগর বাস স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখা, পথ অবরোধ সহ বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে। দাবি তুলেছিল রাধানগর বাস স্ট্যান্ডের টেন্ডার প্রাপ্ত অসীম কুমার দাসকে গ্রেফতার করে রাধানগর বাস স্ট্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার। তারপর বিষয়টি নিয়ে বহু জল ঘোলা হয় এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নজরে আসে। তখন মন্ত্রী এ বিষয়ে অবগত হতে বৈঠক ডাকেন ২৭ মে।

 বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মণ্ডল, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সহ অনেকে। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। আগরতলা শহরের মধ্যে অন্যতম বাসস্ট্যান্ড হল রাধানগর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের মধ্যে এতটা মতবিরোধ ঘটে গেছে তার যুক্তি জানতে চান মন্ত্রী। তখন এর কোন জবাব দিতে পারেন নি পরিবহন দপ্তরের কমিশনার এবং অতিরিক্ত সচিব সহ রাধানগর বাস স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা। পরবর্তী সময়ে রাধানগর বাস স্ট্যান্ডের শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে মন্ত্রী রক্তদান শিবির করার জন্য আহ্বান করেছিলেন। তারপর ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার।

 এদিন রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাধানগর বাস স্ট্যান্ডের ভেতরের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মন্ত্রী বলেন আগামী দিন রাধা নগর বাস স্ট্যান্ডের পরিবেশ যাতে সুন্দর থাকে তার জন্য যাতে কোন ঝামেলা সংগঠিত না হয়। চলার পথে মতবিরোধ হতেই পারে। কিন্তু এর জন্য রাস্তা অবরোধ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও এবং যাত্রী পরিষেবা বন্ধ রাখার মতো ঘটনা যাতে সামনে উঠে না আসে। গত কয়েকদিন আগে যে ঘটনাটি রাধানগর বাসস্ট্যান্ডে সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন ভুল পথে যদি শ্রমিকরা পরিচালিত হয় তাহলে প্রশাসনও ভুল পথে পরিচালিত হবে। এতে রাজ্যের উন্নয়ন হবে না। এ ধরনের ঘটনা যদি আগামী দিন ঘটে তাহলে কোন ভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে তার জন্য আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করার কথা বলা হয়েছে।

মন্ত্রী আরো বলেন মাঝে মধ্যে অভিযোগ আসে রাধানগর বাসস্ট্যান্ডে নেশা বিক্রি ও গ্রহণের মত ঘটনা সংগঠিত হচ্ছে। যে ধরনের ঘটনা যদি আগামী দিনের ঘটে তাহলে কোন ভাবে প্রশ্রয় দেওয়া হবে না। নেশার দ্বারা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী। রক্তদান শিবির প্রসঙ্গে বলেন, আজ বিশ্ব রক্তদান দিবস। দিনটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যারা রক্তদানে এগিয়ে আসছে তারা বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করছে। রক্তের বিকল্প নেই। বিশ্বের বিজ্ঞানীরা রক্তের বিকল্প তৈরি করার জন্য বহু চেষ্টা করে সফল হয়নি। তাই আজকে যারা শিবিরে এগিয়ে এসেছে তারা যাত্রী পরিষেবা দেওয়ার পাশাপাশি এ ধরনের কর্মসূচিতে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মন্ত্রী আরো বলেন, ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা রয়েছে। চাহিদা তুলনায় রক্তের চুড়ান অনেক বেশি কম। তাই মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য এ ধরনের শিবির আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মন্ত্রী। আয়োজিত শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী, ট্রাফিক দপ্তরের পশ্চিম জেলার এসপি মানিক দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে মন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতা তাদের উৎসাহিত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য