স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : ছয় মাসের অধিক সময় ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। গন্ডাছড়া বিদ্যুৎ অফিসে এই বিষয়ে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জল সরবরাহ মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বৃহস্পতিবার বিদ্যুতের পরিষেবা স্বাভাবিক করার দাবিতে গন্ডাছড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা অবরোধে বসে গন্ডাছড়ার প্রত্যন্ত ভগিরথ পাড়ার জনজাতিরা।
গন্ডাছড়া-আমবাসা রাস্তা অবরোধ করে তারা। এলাকার জনজাতিরা জানান দীর্ঘ ২৮ কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্যুৎ অফিসের সামনে এসে রাস্তা অবরোধ করে। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এদিনের মধ্যেই বিদ্যুৎ লাইন সাড়াই করার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিন ছিল গন্ডাছড়া মহকুমার সদর বাজারের সাপ্তাহিক হাটবার। রাস্তা অবরোধের ফলে দুদিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।