Friday, March 29, 2024
বাড়িরাজ্যসারা রাজ্যে আন্দোলন, জল জীবন মিশন নিয়ে মন্ত্রীর বৈঠক

সারা রাজ্যে আন্দোলন, জল জীবন মিশন নিয়ে মন্ত্রীর বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : চলছে দিকে দিকে আন্দোলন। মানুষের মিলছে না পানীয় জল। পানীয় জলের দাবিতে মানুষ রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে। পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে বসে সেই বিষয়ে আলোচনা করেন।

 এছাড়াও জল জীবন মিশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি বাড়িতে নল বাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করেন। বৃহস্পতিবার বৈঠকটি হয় আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নং কনফারেন্স হলঘরে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন সার্কেলের তত্বাবধায়ক বাস্তুকারেরা, বিভিন্ন ডিভিশনের নির্বাহী, সহকারী বাস্তকারেরা, জল জীবন মিশনের কাজের সাথে যুক্ত রাজ্যের, বহিঃরাজ্যের বিভিন্ন এজেন্সির কর্মীরা। ডিসেম্বরে মধ্যে বাড়ি বাড়ি জল পৌছানোর নির্দেশ দেন। তাহলে ২০২৩ -এর আগে পানীয় জলের প্রতিশ্রুতি পূরণ করতে সফল হবে। নাহলে মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়ে আছে, তা নিয়ে হয়তো সরকারকে বেকায়দায় পড়তে হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য