স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : ১৯৯৩ সালে একুশে জুলাই কলকাতার রাজপথে পুলিশের গুলিতে নিহিত হয় ১৩ জন। বৃহস্পতিবার দিনটি সারা ত্রিপুরা রাজ্যে পালন করা হয়।
এদিন তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্পের সামনে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহরে রাইটারস আন্দোলন চলছিল। সে আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায় বলে জানান তিনি।