স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : সাতদিন ধরে এলাকায় নেই বিদ্যুৎ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলো ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা কুমারঘাট মহকুমার সিদংছড়ায় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ। কুমারঘাট মহকুমায় পরপর বিদ্যুতের দুটি সাবস্টেশন উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী মহকুমাবাসীকে আশ্বস্ত করেছিলেন, আর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হতে হবে না মহকুমার বিদ্যুৎ ভোক্তাদের।
কিন্তু গত সাতদিন ধরে বিদ্যুৎ না পেয়ে জাতীয় সড়কে আন্দোলনে বসতে হয়েছে এলাকাবাসীকে। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে। বিদ্যুৎ না পেয়ে মঙ্গলবার রাতে সেখানকার জনজাতি অংশের মানুষ সংগবদ্ধভাবে বসে পরেন জাতীয় সড়ক অবরোধে। তাদের অভিযোগ ঘূর্নীঝড়ে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবার হাল এক সপ্তাহেও ফেরেনি তাদের এলাকায়। স্থানীয় নিগম অফিসে গিয়েও কোনো কাজ হচ্ছেনা। বাধ্য হয়ে রাতে রাস্তায় নেমে পড়ে।
অবস্থা বেগতিক দেখে রাতেই পুলিশ নিয়ে সেখানে ছুটে যেতে হয়েছে নিগমের ডিজিএম রতন দেব্বর্মা এবং মেনেজার দেবাশিষ পালকে। আন্দোলনকারীদের অভিযোগের সত্যতা স্বিকার করেছেন ডিজিএম। এদিকে গ্রাহকদের সঙ্গে অফিসের যোগাযোগের দূরত্বের কথাও জানিয়েছেন তিনি। অনেকদিন ধরেই অভিযোগ উঠছিলো নিগমের কুমারঘাট অফিসে দফায় দফায় ফোন করেও একাংশ কর্মীর বদান্যতায় রিসিভ করা হয়না ফোন,অবশেষে ডিজিএমও একপ্রকার এই বিষয়টিকে যেন অকপটে স্বিকারই করে নিলেন। পরে ডিজিএমের তরফে বিদ্যুৎ সংস্কারের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। শুধুু তাই নয়, ঝড়ে লণ্ডভণ্ড হবার পর এখনো কুমারঘাটের বিভিন্ন জায়গা সহ ফটিকরায়ের বিস্তির্ন এলাকায় পুরোদমে স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না পেয়ে স্থানীয়রা এসে হাত লাগিয়ে সারাই করছেন বিদ্যুতের ত্রুটি।