স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : আগামী ২৬ জুলাই আগরতলা পুর নিগমের উদ্যোগে টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মহা উৎসব। মূলত আগরতলা শহরের স্ট্রীট ভেন্ডার এবং তাদের পরিবারদের সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।
তাদেরর সুযোগ সুবিধা গুলি সম্পর্কে অবগত করার পাশাপাশি সমস্যাগুলি সম্পর্কেও জানা হবে। মত বিনিময়ের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত গুলি পরবর্তী সময় কার্যকর করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য আধিকারিকেরা। এই কর্মসূচিকে সফল করতে বুধবার আগরতলা পুর নিগমের কার্যালয় থেকে এক প্রচার গাড়ির সূচনা করেন মেয়র দীপক মজুমদার। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রচার চলানো হবে। স্ট্রীট ভেন্ডারদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান মেয়র।