স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য জানা গেছে তিনি বুধবার করোনা পরীক্ষা করেছেন। রিপোর্ট পজেটিভ এসেছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন।
করোনার কোন ধরনের উপসর্গ নেই। গত কয়েকদিনে যারা উনার সংস্পর্শে এসেছেন তারা যাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মান্যতা দেয়। স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী মুখ্যমন্ত্রী আপাতত হোম আইসলেশন থাকবেন। স্বাস্থ্যকর্মীরা আগামী কিছুদিন মুখ্যমন্ত্রীর শারীরিক দিকে বিশেষভাবে নজর রাখবেন।