Sunday, May 19, 2024
বাড়িরাজ্যএইডস এবং  শিরাপথে নেশা গ্রহণ নিয়ে সচেতনতা মূলক আলোচনা

এইডস এবং  শিরাপথে নেশা গ্রহণ নিয়ে সচেতনতা মূলক আলোচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেইট এইডস কনট্রোল সোসাইটির ব্যবস্থাপনায় বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের কর্পোরেটারদের নিয়ে এইচ আই ভি, এইডস এবং  শিরাপথে নেশা গ্রহণ নিয়ে সচেতনতা মূলক আলোচনার আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপ দেববর্মা সহ অন্যান্যরা।

 মেয়র জানান গোটা রাজ্যে এইচ আই ভি রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই প্রতিরোধের জন্য রাজ্য সরকার পর্যায়ক্রমে উদ্যোগ গ্রহণ করছেন। এদিনের আলোচনার মূল উদ্দেশ্য হল  আগরতলা শহরের যুবক যুবতীদের নেশা ও এইচ আই ভি থেকে মুক্ত রাখা।  এই ক্ষেত্রে কর্পোরেটারদের একটা বিশেষ ভূমিকা রয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। রোগ হোওয়ার আগে সচেতন ও প্রতিরোধ করা গেলে আক্রানের সংখ্যা কমানো সম্ভব। আগরতলা পুর নিগম এলাকায় নেশা সেবনের মাত্রা বেড়েছে। বাড়ছে এইচ আই ভি রোগীর সংখ্যা। সেই প্রবণতাকে আটকানোর জন্য এই কর্মসূচী বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য