Saturday, April 20, 2024
বাড়িরাজ্যউত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ নব নির্মিত অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ নব নির্মিত অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : কোভিড পরিস্থিতি উদ্বেগ জনক হতেই তড়িঘড়ি করে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ নব নির্মিত অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয় বুধবার। এদিন অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সঙ্গে এদিন আই জি এম হাসপাতাল চত্বরে অবস্থিত পুকুরটিকে নতুন করে সাজিয়ে তোলার পর তার সূচনা করেন তিনি।

এদিন আই জি এম হাসপাতালে চত্বরে এই দুটি পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন এই অক্সিজেন প্ল্যান্ট কোভীড রোগীদের ক্ষেত্রে সহায়ক হবে। অন্যান্য রোগীদের ক্ষেত্রেও সহায়ক হবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট এটি। রাজ্য মানুষের সুবিধার্থে এই প্ল্যান্ট অতিরিক্ত মাইলেজ জোগাবে বলে জানান মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান বিষয়টির দিকে স্বাস্থ্য  দপ্তর নজর রাখছে। বহু মানুষ মাস্ক পরিধান করছে না। এই ক্ষেত্রে মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের উপর মানুষের আস্থা অর্জন করতে হবে। মাঝের মধ্যে রোগী এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে একটি ভুল বুঝাবুঝি তৈরি হয়। পাশাপাশি অক্সিজেন প্লান্টটি দ্রুততার সাথে চালু না করায় মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সঙ্গে ছিলেন আই জি এম-র রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস, মেয়র দীপক মজুমদার, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। দুটি পরিষেবার সূচনা করে ঘুরে দেখেন অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য