স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : জলের দাবিতে ফের আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসী। আমবাসা ব্লকের রায়পাশা এলাকায় বিগত চার দিন ধরে পানীয় জলের সঙ্কট চলছে। রায়পাশা এলাকার পাম্প অপারেটর পানীয় জল সরবরাহ বন্ধ করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীদের। বিগত এক বছর ধরে পাম্প অপারেটর তার বেতন পায়নি, তাই সে পানীয় জল সরবরাহ বন্ধ করে রেখেছে বলে খবর।
বিগত চারদিন ধরে এলাকায় পানিয় জল সরবরাহ বন্ধ থাকার ফলে এক প্রকার বাধ্য হয়ে রায়পাশা এলাকার লোকজন বুধবার সকাল থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। আমবাসা সিআরপিএফ ক্যাম্পের সামনে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে এলাকার লোকজন। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম। তিনি এলাকাবাসীদের সাথে বেশকিছু সময় আলোচনা করেন। পরবর্তী সময় ডিসিএম-এর আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে এলাকাবাসিরা। এলাকাবাসিরা জানান এলাকার পাম্প অপারেটার প্রতিমাসে নিয়মিত বেতন পাচ্ছে না। বেতন না পেয়ে পাম্প অপারেটার পাম্প বন্ধ করে রাখে। ফলে এলাকায় দেখা দেয় পানিয় জলের সমস্যা। তার জেরে এইদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে।