স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত ছয়টি দোকান। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার বিরাশি মাইল বাজারে। জানা যায়, বুধবার আনুমানিক ভোর ৪ টা নাগদ বিরাশি মাইল বাজারে নিরঞ্জন দেবের মিস্টির দোকানে আগুন দেখতে পায় স্হানীয়রা।
কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৬ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কাঞ্চনবাড়ি, মনু ও কুমারঘাট থেকে ছুটে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু শেষ রক্ষা হয়নি ছয়টি দোকান। ধারনা করা হচ্ছে মিষ্টির দোকানের চুল্লী থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।