স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ১৮ জুলাই ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন পর্ব সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও সম্পন্ন হয়। রাজ্য বিধানসভার লবিতেও হয় ভোট গ্রহণ। সেখানে ভোট দেন রাজ্যের বিধানসভার সদস্যরা। ভোট গ্রহণ শেষে ব্যালট ভর্তি ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয় বিধানসভার স্ট্রং রুমে।
মঙ্গলবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিধানসভার স্ট্রং রুম থেকে ব্যালট ভর্তি ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয় এম.বি.বি বিমান বন্দরে। এইদিন সকালের বিমানে এ.আর.ও ব্যালট বাক্স নিয়ে দিল্লি যান। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরন গিত্যে জানান এই ব্যালট বাক্স দিল্লি সংসদে নিয়ে যাওয়া হবে। সেখানে রিটার্নিং অফিসারের হাতে এই ব্যালট বাক্স তুলে দেওয়া হবে। তিনি আরও জানান রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা রয়েছে ৬০ জন। এর মধ্যে ত্রিপুরা বিধানসভার লেবিতে ৫৭ জন সদস্য ভোট দিয়েছেন। দুই জন সদস্য(রামপদ জামাতিয়া এবং সুধন দাস) দিল্লি সাংসদ ভবনে ভোট দেন। এবং একজন সদস্য (বৃষকেতু দেববর্মা) ভোটাধিকার প্রয়োগ করা থেকে অনুপস্থিত ছিলেন বলে জানান তিনি। ২১ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গণনা।