স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : বিদ্যুৎ নিগম দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। মূলত বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এইদিন ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে কুমারী টিলা এলাকা থেকে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি ৭৯ টিলা স্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। অমল চক্রবর্তী জানান রাজ্যের বিজেপি সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদ্যুৎ বিল অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করা হয়েছে। স্মার্ট মিটারের নাম করে মানুষের পকেট কাটা হচ্ছে। তার বিরুদ্ধে সিপিআইএম আন্দোলনে নেমেছে। বিদ্যুৎ নিগমের দপ্তরের সদর দপ্তরে পর্যন্ত গিয়েছে সিপিআইএম। এইদিন সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

