স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : অজগর সাপ দ্বারা মৃত্যু দুই বানরের। ঘটনা কমলপুর ছোট সুরমা গ্রামে। রবিবার সকালে রাবার বাগানে গিয়ে এলাকাবাসী দেখতে পায় বিশাল আকৃতির অজগর সাপটি।
সাপটি লম্বা পায় ১৩ ফুট। পরবর্তী সময়ে বাগানের মালিক বিশ্ব মুন্ডা সহ অন্যান্যরা সাপটিকে আটক করে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। এদিন অজগর সাপ উদ্ধার ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।