স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : চুরি যাওয়া সামগ্রী সহ তিন চোরকে গ্রেপ্তার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। সদর মহকুমার পুলিশ আধিকারিক পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ৩ আগস্ট রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকায় ডাক্তার রাকেশ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ডাক্তার রাকেশ দাসের বাড়িতে থাকা ঠাকুরের ঘর থেকে ঠাকুরের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা।
ডাক্তার রাকেশ দাসের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ বিকি তাঁতি ও গোপাল দাস নামে দুই জনকে আটক করে। তাদের বাড়ি রাধানগর এলাকায়। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও একটি ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে তাদেরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। অপরদিকে এসি-র যন্ত্রাংশ চুরির অভিযোগে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রাজেস নম। তার বাড়ি আরালিয়া এলাকায়। তার কাছ থেকে এসি-র বেশকিছু কম্প্রেসার উদ্ধার হয়েছে। তাকেও মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ।

