স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা। তিনি জানান, আগামী ১৯ জুলাই রাজধানীর নজরুল কলাক্ষেত্রে যৌথ ভাবে অনুষ্ঠিত হবে প্রদেশ বিজেপির বিভিন্ন মোর্চার কার্যকারিণী বৈঠক।
এই কার্যকারিণী বৈঠককে সামনে রেখে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপি দলের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে কার্যকারিণী বৈঠক। তাই ১৯ জুলাই কার্যকারিণী বৈঠককে সুন্দর ভাবে সফল করার জন্য এইদিন প্রস্তুতি বৈঠক করা হয়েছে। পাশাপাশি এইদিনের বৈঠকের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় গুলি তুলে ধরেন ঝর্ণা দাস দেববর্মা।