স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ না করে সরকার মিথ্যা প্রচারে ব্যস্ত। এমনটাই দাবি করল ডিওয়াইএফআই। শুক্রবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সভাপতি পলাশ ভৌমিক জানান, বর্তমান সরকার গত সাত বছর চার মাসে মাত্র ১৯ হাজার চাকরি দিয়েছে বলে সফলতার বাজনা বাজাচ্ছে।
অথচ ২০১৮ সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার সময় বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে উল্লেখ ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে পঞ্চাশ হাজার শূন্যপদ পড়ে আছে, এগুলি সরকারে প্রতিষ্ঠিত হয়ে এক বছরের মধ্যে পূরণ করবে বলে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতির কি হয়েছে জানতে চাইলো ডি ওয়াই এফ আই। তারা আরো বলেন বর্তমান সরকারের সাত বছর চার মাস সময়ে রাজ্যে বিভিন্ন দপ্তর থেকে ৩০ হাজার সরকারি কর্মচারী অবসর গ্রহণ করেছেন। অথচ সে অনুযায়ী শূন্য পদ পূরণ হয়নি। বরং লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর তিন থেকে সাড়ে তিন হাজার শূন্যপদ এবুলিস করে দিচ্ছে সরকার।
তিনি আরো বলেন গত বিধানসভা অধিবেশনের তথ্য অনুযায়ী রাজ্যের শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা হলো ১২,১৯০ জন। স্বাস্থ্য দপ্তরের শূন্য পদের সংখ্যা হলো ৭,৬৭৫ জন, ডিডাব্লিউএস এবং পূর্ত দফতরে শূন্য পদের সংখ্যা হল চার হাজার ৩২৮ টি, স্বাস্থ্য দপ্তরে শূন্য পদের সংখ্যা হল ৭,৩১৫ টি। অর্থাৎ ৫০ হাজার শূন্যপদের মধ্যে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তর গুলির মধ্যেই ৬২ শতাংশ শূন্যপদ রয়েছে। আরো বলেন রাজ্যের ২ হাজার ১৬৭ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। রাজ্যের ইঞ্জিনিয়ারের শূন্যপদ ১৬১৯ টি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দাবি করছেন বামফ্রন্ট সরকার নাকি পার্টি অফিস থেকে চাকুরি বিলি করত। উনার কাছে একটা প্রমাণ থাকলে সেটা দেখার বলে চ্যালেঞ্জ করে দাবি করেন সম্পূর্ণ মিথ্যা প্রচার করছেন মুখ্যমন্ত্রী। এই মুখোশ খুলে দিতে চায় ডিওয়াইএফআই। আগামী দিন এর প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান তিনি।

