স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে শুক্রবার ৪৬ নং সুরমা কেন্দ্রের তিনটি স্থানে পথ অবরোধে বসে জনগণ। তাদের দাবি রাস্তা সংস্কার করতে হবে। এর মধ্যে একটি রাস্তা হলো বড়সুরমা থেকে দূর্গা চৌমুহনি রোড, অপর সড়কটি হলো লালছড়ি সড়ক ও বাংলাদেশ সীমান্ত কাঁটাতার সংলগ্ন চন্দনগর সড়ক। এই তিনটি সড়কের বেহাল অবস্থা।
এরই প্রতিবাদে শুক্রবার বড়সুরমা থেকে দূর্গা চৌমুহনি সড়ক, লালছড়ি ও দেবনাথ পাড়া এলাকায় মানুষ ও গাড়ি চালকরা পথ অবরোধ করে। এক বছর আগে ঐ সমস্ত এলাকায় পথ অবরোধ হয়েছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঠিক করে দেবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার করে না দেওয়ায় মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে পি এম জি এস ওয়াই থেকে নাকি ঠিক করা হবে। কিন্তু এখনো রাস্তার কাজ হয়নি।
তাই তারা পথ অবরোধে বসে। এদিকে এক ব্যক্তি জানান দীর্ঘ ১০ কিলোমিটার পথ এতটাই বেহাল অবস্থা যা দিয়ে চলাচল করার সম্ভব নয় বলেই চলে। এ রাস্তা দিয়ে একজন রোগী পর্যন্ত নিয়ে যাওয়ার মত অবস্থা নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। এমনকি এ রাস্তা দিয়ে অটো চলাচল করতে গিয়ে ভাড়াও বেশি নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

