স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : দেশি বন্দুক উদ্ধার গন্ডাছড়া মহকুমা চিত্রাঝাড়ি ভিলেজের রাঙ্গাঝাড়ি চাকমা পাড়ার জঙ্গলে। রবিবার সকাল ১০ টা নাগাদ চিত্রাঝাড়ি ভিলেজের রাঙ্গাঝাড়ি চাকমা পাড়ার জঙ্গল থেকে ১২ ব্যাটেনিলিয়ানের টি.এস.আর জওয়ানরা বন্দুকটি উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী সময় বন্দুকটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আধিকারিক জানান, বন্দুকটি সিস করে তদন্ত করা হচ্ছে। কোথা থেকে এসছে বন্দুক, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পুলিশের ধারণা এলাকায় দুর্বৃত্তরা কোন এক কারণে বন্দুকটি ফেলে গেছে।