স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : বিদ্যুৎ চপলতায় অতিষ্ঠ কৈলাশহর ১৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। শেষ পর্যন্ত শনিবার রাতে বেসরকারি বিদ্যুৎ সংস্কার অফিসটি ঘেরাও করে স্থানীয়রা। তাদের অভিযোগ সাই নামে যে বেসরকারি সংস্থা তাদের বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদান করছে না। প্রায় প্রতিদিন বিদ্যুৎ চপলতার কারণে ঘন্টার পর ঘন্টা ভুগতে হচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন করা হলে তারা ফোন রিসিভ করছে না।
অফিসের আধিকারিকদের এই বিষয়ে অবগত করা হলে তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনা। আর যদি প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে লাগাতার কয়েকদিন বিদ্যুৎ পরিষেবা পায় না তারা। এ ধরনের দুর্ভোগের শিকার দীর্ঘদিন ধরে হতে হচ্ছে এলাকাবাসীকে। তাই শেষ পর্যন্ত তারা বিক্ষোভের শামিল হয় বলে জানান এদিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এবং বিদ্যুৎ অফিসের কর্মীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তারা জানান যদি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে প্রদান করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।