Wednesday, August 17, 2022
বাড়িরাজ্যমৃতদেহ বদল, সৎকারের সময় মৃতদেহ দেখে চোখ চড়কগাছ দুই পরিবারের

মৃতদেহ বদল, সৎকারের সময় মৃতদেহ দেখে চোখ চড়কগাছ দুই পরিবারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : ফের কলঙ্কিত জিবি হাসপাতাল। রবিবার হাসপাতালের মর্গ থেকে একজনের মৃতদেহ নিয়ে যায় অন্যজনের পরিবার। তারা বটতলা মহাশ্মশানঘাটে গেলে মৃতদেহ বদলের বিষয়টি ধরা পড়ে। দু’জনেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। আগরতলা চান্দিনামুড়ার মিঠু দেব’র মৃতদেহ বলে মেলাঘর চণ্ডীগড়ের অর্চনা দাস মজুমদারের মৃতদেহ চাপিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

 পরে মিঠু দেব’র পরিজনরা ফের মৃতদেহ নিয়ে হাসপাতালে আসেন। সেখানে মৃতদেহ অদল-বদল করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নাকি নিজেদের ভুল স্বীকার করেনি। কারণ পরিবারের লোকজনেরা মর্গে মৃতদেহ খোলে না দেখায় এ ধরনের কান্ড ঘটেছে বলে হাসপাতালের মর্গের কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে।  উভয় পরিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মর্গের সামনে অপেক্ষায় থাকেন কখন মৃতদেহ নেওয়ার জন্য। কিন্তু মৃতদেহ হস্তান্তর করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা স্বাস্থ্য দফতরের নাকচুল কেটে দিয়েছে। এ ধরনের ঘটনা সিনেমার ঘটনাকে পিছে ফেলে দিয়েছে। এদিনে আজব কান্ড ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য