Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যরাজ্যে অস্বস্তিতে ফেলছে সংক্রমণ, সংক্রমিত আরো ৩৬, হাইকোর্ট চত্বরে কঠোর নির্দেশিকা জারি

রাজ্যে অস্বস্তিতে ফেলছে সংক্রমণ, সংক্রমিত আরো ৩৬, হাইকোর্ট চত্বরে কঠোর নির্দেশিকা জারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : অব্যাহত রাজ্যে করোনা সংক্রমণের চেহারা। যতদিন যাচ্ছে সংক্রমণ রাজ্যে হু হু করে বাড়ছে। গত কয়েকদিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দেওয়া তথ্য অত্যন্ত চিন্তা জনক হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৫১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

 উদ্বেগ জনক ভাবে বাড়ছে সংক্রমণ পশ্চিম জেলায়। পশ্চিম জেলায় নতুন করে সংক্রমিত ২৪ জন। অন্যান্য জেলার মধ্যে সিপাহীজলা জেলায় ৮ জন এবং গোমতী জেলায় ৪ জন সংক্রমিত হয়েছে। বাকি চারটি জেলায় নতুন কোন সংক্রমনের খবর নেই। বর্তমানে রাজ্যে সংক্রমনের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ইতিমধ্যে ১০০ অতিক্রম করে দাঁড়িয়েছে ১০৬ জন। তবে সুস্থতার হার অনেকটাই কম। যা অস্বস্তিতে ফেলছে রাজ্যবাসীকে। ২৪ ঘন্টায় সংক্রমণ সেরে উঠেছে মাত্র ২ জন। সুস্থতার হার ৯৮.৯৮ শতাংশ। মৃত্যুর কোন খবর নেই। তবে যেভাবে উদ্বেগ বাড়িয়ে সংক্রমণ ছড়াচ্ছে তাতে প্রশাসন ইতিমধ্যেই কোন এক সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রে খবর। কারণ বিশেষ করে পশ্চিম জেলার আগরতলা পুর নিগম এলাকায় রাজনৈতিক সমাবেশ, উৎসব সহ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বেলাগাম ভাবে বাড়ছে সংক্রমণ। এছাড়াও মুসলিম ধর্মালম্বী মানুষের কোরবানি ইদ এবং জাতি জনজাতিদের ঐতিহ্যবাহী খারচি উৎসব সংক্রমণকে দ্বিগুণভাবে বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়ো সরকারি ও বেসরকারি অফিস, স্কুল, বাজার, শপিং মল কোথাও কোন ধরনের সংক্রমণের প্রটোকল মান্যতার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে ইতিমধ্যে হাইকোর্ট চত্বরে উপস্থিত প্রত্যেকের জন্য কঠোরভাবে সামাজিক দূরত্ব মানার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক জারি করা সমস্ত নির্দেশিকা মান্যতার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। সিনেটাইজার ব্যবহার করা সহ দৈহিক দূরত্ব বজায় রাখার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কারোর মধ্যে যদি করোনা সংক্রমনের উপসর্গ থাকে তাহলে নমুনা পরীক্ষা করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য