স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : গোটা বিশ্বের সাথে রবিবার রাজ্য পালিত হয় কুরবানির ইদ। ত্যাগ ও বলিদানের এই উৎসবকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা যায় এদিন।এদিন সকালে মূল নামাজ হয় আগরতলা গেদু মিয়া মসজিদে।
নামাজ পড়েন মৌলানা বুরহান উদ্দিন এবং মৌলানা মইনুল হক। পাশাপাশি এদিন রাজ্যে অন্যান্য মসজিদ এবং ইদ গুহগুলিতে সকালে ইদের নামাজ পড়া হয়। নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন দিয়ে শুভেচ্ছার বার্তা দেন। পরে ধর্মপ্রাণেরা কুরবান করেন। ইদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শান্তিপূর্ণভাবে পালিত হয় এই কুরবানী ইদ।