স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : বিজেপি সদর (শহর) জেলা কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তেলেঙ্গানায় কেন্দ্রীয় কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর নিয়ম অনুসারে প্রদেশ কার্যকারিণী বৈঠক হয়। প্রদেশ কার্যকারিণী বৈঠকের পর দশটি সাংগঠনিক জেলায় এক যোগে এক দিনে বৈঠক করার হচ্ছে।
তবে এর মধ্যে দুটি সাংগঠনিক জেলায় সম্ভবত বৈঠকের দিনক্ষন পরিবর্তন করা হয়েছে। বাকী গুলিতে এদিন অনুষ্ঠিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।পরবর্তী সময়ে রাজ্যের সমস্ত মণ্ডল গুলিতে একযোগে হবে কার্যকারিণী বৈঠক। প্রতি তিন মাস অন্তর অন্তর এই বৈঠক হয়। কোভীডের কারনে এই বৈঠক নির্ধারিত সময়ে করা যায়নি। বৈঠকে সাংগঠনিক বিষয় ও আগামী দিনের কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক প্রতিবেদনের উপর প্রস্তাব পাশ হয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় ও রাজ্যস্তরে আলোচনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিনের কার্যকারিণী বৈঠকে বিজেপি সদর শহর জেলার পদাধিকারী ও কার্যকর্তারা অংশ নেয়। মূলত ২০২৩-র নির্বাচনকে সামনে রেখে এই কার্যকারিণী বৈঠকের মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সঙ্গে সদর শহর জেলার অন্তর্গত সাতটি বিধানসভার কার্যকর্তাদের ক্রিয়া কলাপ কি থাকবে তা নিয়েও আলোচনা হয়। সংগঠনকে আরও মজবুত করার জন্য গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। ছিলেন দলের রাজ্য সাধারন সম্পাদক কিশোর বর্মণ সহ অন্যান্যরা।