স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : ইন্ডিয়ান অর্থোডেন্টিক সোসাইটি- মেম্বার অফ ত্রিপুরা ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে রবিবার আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে অর্থোডেন্টিক সচেতনতা মূলক শুভাযাত্রার আয়োজন করা হয়।
এই শুভাযাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যে আগে কোন অর্থোডেন্টিস্ট ছিল না। গৌহাটি থেকে একজন অর্থোডেন্টিস্টকে আনা হয়েছিল। এখন বর্তমানে ২ থেকে ৩ জন অর্থোডেন্টিস্ট রয়েছে রাজ্যে। তারা তাদের দায়িত্ব প্রতিপালন করে চলেছে। এই চিকিৎসা ব্যবস্থায় অনেক নতুনত্ব এসেছে। আগে এই চিকিৎসা করাতে বহিঃরাজ্যে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হত। এখন রাজ্যের মধ্যে এই পরিষেবা চালু হওয়ার লাভবান হয়েছেন রাজ্যবাসী বলে জানান মুখ্যমন্ত্রী।