Thursday, September 28, 2023
বাড়িরাজ্যপূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সাথে নিগমের বৈঠক

পূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সাথে নিগমের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে পূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগরতলা শহরের ৫১ টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ -র বিভিন্ন সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা হয়। সমাধানের প্রস্তাব হয় বৈঠকে। কিভাবে আগরতলা শহরকে আরও উন্নত করা যায়।

 জল নিষ্কাশনি ব্যবস্থার উন্নতি ঘটানো  যায় তা নিয়েও আলোচনা করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বৈঠকে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সভাপতি অলোক রায়, কমিটির সদস্য সহ অন্যান্যরা।  মূলত ৫০ এবং ৫১ নং ওয়ার্ডের পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে বিশেষ ভাবে নজর দেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। কারণ বহুদিন ধরে রাস্তাঘাটগুলির সংস্কার অভাব রয়েছে। মানুষ রাস্তাঘাট গুলি দিয়ে চলাচল করতে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছে। পাশাপাশি নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। যার দরুণ যেসব এলাকায় বিগত দিনে বৃষ্টির জল জমতে দেখা যায় নি, সেইসব এলাকায় এখন স্বল্প বৃষ্টি হলে জল জমে মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ এই সমস্যাগুলোর কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই সমস্যাগুলোর সমাধানের জন্য এবার নিগমের পক্ষ থেকে পূর্ত দপ্তরকে নিয়ে বৈঠকে বসে সমাধানের দিক খুঁজছে বলে মনে করে অভিজ্ঞ মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য