স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : বিশালগড় মহকুমার পরিমল চৌমুহনি চেছুড়ীমাই এলাকায় সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা। যান দুর্ঘটনার ফলে আহত হল তিন জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
জানা যায় আগরতলা থেকে অমরপুর যাওয়ার সময় TR-03S-0486 নাম্বারের অল্টো গাড়িটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চেছুড়িমাই পরিমল চৌমুহনি এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে আহত হয় সুব্রত রিয়াং, সেলিনা রিয়াং সহ অপর এক যুবক। যান দুর্ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের অবস্থা স্থিতিশীল। তবে একজনের কাধে আঘাত লেগেছে। তাদের সকলকে জিবি হাসপাতালের রেফার করে দেওয়া হয়েছে।

