Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যউচ্চ আদালতের দ্বারস্থ হবে কংগ্রেসের ছাত্র সংগঠন

উচ্চ আদালতের দ্বারস্থ হবে কংগ্রেসের ছাত্র সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : গত কিছুদিন পূর্বে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কিছু বিজেপি নামদারী ছাত্র সংগঠনের সদস্যরা দুই তিপ্রাসা ছাত্রের উপর আক্রমণ সংঘটিত করে। ছাত্রদের উপর এভাবে আক্রমণ সংঘটিত করা কিছুতেই বরদাস্ত করবে না এন.এস.ইউ.আই।

 তাই এর তীব্র বিরোধিতা এবং নিন্দা জানানো হচ্ছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন এন.এস.ইউ.আই রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি বলেন এধরনের অরাজক পরিস্থিতির তীব্র বিরোধিতা জানানো হচ্ছে। কলেজগুলি শান্তি সম্প্রীতি বজায় রাখতে মুখ্যমন্ত্রী কোন ভূমিকা নেই। এমনকি দীর্ঘ কয়েক বছর ধরে কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে না। কলেজ গুলিতে যাতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সংঘটিত করা হয় তার দাবিতে হাইকোর্টে মামলায় দায়ের করা হবে বলে জানান তিনি। পাশাপাশি আরো বলেন ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে। সরকার যদি এদিকে গুরুত্ব না দেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এন এস ইউ আই বলে হুঁশিয়ারি দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য