Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় করোনার সংক্রমণ বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৩

ত্রিপুরায় করোনার সংক্রমণ বাড়ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৩

আগরতলা, ৫ জুলাই (হি.স.) : ত্রিপুরায় করোনার প্রকোপ তেজি রূপ নিচ্ছে। বহুদিন পর সংক্রমণ ক্রমশ রুদ্র রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় একলাফে ১৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণে মারাত্মক বৃদ্ধি ভয়াবহ পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ২৫। আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭০৮ জনকে নিয়ে মোট ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯১১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৬ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭ জন, উনকোটি জেলায় ৩ জন, সিপাহিজলা জেলায় ২ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।করোনার প্রকোপে মারাত্মক ঊর্ধ্বগতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই কোনও নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য