স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : বিজেপি সরকার গ্রাম পাহাড়ে উন্নয়নমূলক কাজ করে চলেছে। আর এটা দলের কৃতিত্ব নয়। মানুষের কৃতিত্ব। কারণ মানুষ যখন উন্নয়নকে চায় তখন বিজেপি’র মতোই একটি দলকে পাশে চায়। যা মানুষের কাছে গেলে বোঝা যায়, বিজেপি নেতৃত্বদের আগেই মানুষ বিজেপি’কে বেছে নেয়। আর একটা সময় আসবে দেশের সব মানুষ বিজেপি’তে যোগদান করবে।
মঙ্গলবার সদর কার্যালয়ে বিজেপি লিগেল সেলের পক্ষ থেকে যোগদান সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সদ্য সমাপ্ত উপ নির্বাচনের আগরতলা বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী তথা লিগ্যাল সেলের প্রভারি ডাঃ অশোক সিনহা। দিন দিন বিজেপি শক্তিশালী হচ্ছে। রাজ্যকে উন্নয়নে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আশা ব্যক্ত করে তিনি। এদিন হাইকোর্ট বারের সম্পাদক প্রবাসিস মজুমদার এবং রাজীব ধর, জাকির হোসেন, অনুপম বৈদ্য, প্রণব ভৌমিক বিজেপি লিগেল সেলে যোগদান করেন। এতে বিজেপির লিগেল চ্যানেল ভিট আরো শক্তিশালী হবে। আগামী দিনে হাইকোর্ট বারের পুরো প্যানেল বের করে আনতে সফল হবে বলে আশা ব্যক্ত করেন যোগদানকারীরা। যোগদান কারীদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান লিগ্যাল সেলের প্রভারি ডাঃ অশোক সিনহা।