স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : রবিবার গভীর রাতে স্যন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক তাপস কুমার দাসের উপর দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করে। বারবারই সাংবাদিকদের উপর এভাবে আক্রমণ সংঘটিত করে চলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানান আমরা বাঙালি রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।
তিনি জানান, বর্তমান সরকার সাড়ে চার বছরে কোন প্রতিশ্রুতি পালন করতে পারে নি। আর যখন সাংবাদিকরা বিষয়টি জনসম্মুখে তুলে ধরছে তখন মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে এ ধরনের ষড়যন্ত্রমূলক আক্রমণ সংগঠিত করছে শাসকদল বিজেপি। কিন্তু সংবাদ মাধ্যম হলো গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। সংবাদ মাধ্যম সরকারের দুর্বলতা দিকগুলি তুলে ধরে সংশোধন করে দিশা দেখাতে দায়িত্ব পালন করে। তাই সরকারের এ ধরনের ষড়যন্ত্র রুখতে সকল অংশের মানুষকে এগিয়ে এসে প্রতিবাদ জানিয়ে চাপ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি। পাশাপাশি তাপস কুমার দাসের উপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আমরা বাঙালি রাজ্য সম্পাদক। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি জানান তিনি।