Saturday, March 15, 2025
বাড়িরাজ্যনিমন্ত্রণ খেয়ে অসুস্থ শতাধিক

নিমন্ত্রণ খেয়ে অসুস্থ শতাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে অসুস্থ শতাধিক। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ধূমাছড়া এলাকায়। জানা যায় গত ৩ জুলাই ধূমাছড়ার বাসিন্দা দীপক বড়ুয়ার মায়ের বাৎসরিক শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। শতাধিক নিমন্ত্রিত খেতে যান। কিন্তু সেদিন কোন সমস্যা না হলেও ৪ জুলাই নিমন্ত্রিতদের পেট ব্যথা, জ্বর, বমি সহ নানা শারীরিক সমস্যা শুরু হয়।

 একের পর এক করে প্রায় শতাধিক লোক অসুস্হ হয়ে পড়ে। বর্তমানে প্রায় ৪০-৫০ জন গুরুতর অবস্থায় ধূমাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। ২-৩ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের কুলাই হাসপাতালে রেফার করা হয়। বাড়িতে থেকেই চিকিৎসা করছে প্রায় ৫০-৬০ জন। এদিকে মনু হাসপাতালেও কয়েকজন ভর্তি রেয়েছে। মনু ছৈলেংটা আসনের এম.ডি.সি সঞ্জয় দাস ও তার পিজির অবস্থাও একই। তারাও সেই নিমন্ত্রণ খেয়ে এসেছিলেন। তাদের মনু হাসপাতাল থেকে কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। কুলাই হাসপাতালে তারা চিকিৎসাধীন। চিকিৎসক সূত্রে খবর খাবারে বিষক্রিয়ার ফলেই এই অবস্হা। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এখন দেখার বিষয় খাদ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য