Friday, March 29, 2024
বাড়িরাজ্যসন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা

সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : শাসক দল ভোটে জয়ী হয়ে শুধু বিরোধীদলের কর্মী সমর্থকদের উপরই সন্ত্রাস করছে না, লাগাতার চাকরি চুক্তির শিক্ষক শিক্ষিকাদের উপর সন্ত্রাস সংগঠিত করছে। এর থেকে রেহাই পাচ্ছে না চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা দের পরিবারের লোকজনেরা। লাগানহীনভাবে সন্ত্রাস চলছে বলে অভিযোগ। ইতিমধ্যে মনীষা দেব সহ বেশ কয়েকজন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা আক্রান্ত হয়েছেন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি জানান চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল সোমবার পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পরবর্তী সময় আমরা ১০,৩২৩ -এর একটি প্রতিনিধি দল পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযোগ জানান। এদিন ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত ডালিয়া দাস জানান, রাজ্যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অবস্থা অত্যন্ত করুণ। এর উপর দিয়ে এ ধরনের সন্ত্রাসের ঘটনা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে চাকরি চুক্তি শিক্ষক শিক্ষিকারা। উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বহু চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর এ ধরনের আক্রমণের ঘটনার সংঘটিত হয়েছে। পুলিশের কোন ব্যবস্থা গ্রহণ করছে না সেই সব দুর্বৃত্তদের বিরুদ্ধে। তাই পুলিশ সুপারকে এ বিষয়ে অবগত করা হয়েছে। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য