স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুলাই:সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির লক্ষ্মী সাওগলের ১৪তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়। প্রয়াত লক্ষ্মী সাওগলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস সহ অন্যান্য নেতৃত্ব। নারী নেত্রী রমাদাস বক্তব্য রেখে বলেন, রাজ্যে কাজ ও খাদ্যের অভাব চলছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। এর বিরুদ্ধে লক্ষ্মী সাওগলের আদর্শকে সামনে রেখে এগিয়ে আসতে হবে সকলকে। তাহলে আজকের এই দিনটি সঠিক মর্যাদা পাবে বলে অভিমত ব্যক্ত করেন রমা দাস।

