Friday, March 29, 2024
বাড়িরাজ্যরাজ্যসভার সাংসদের পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যসভার সাংসদের পদ থেকে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : সোমবার দিল্লীতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সকালে তিনি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে রাজ্যসভার সাংসদের পদত্যাগপত্র তুলে দেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ সহ দলীয় সহকর্মী ও ত্রিপুরার বিধায়কদের কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের মূল কারণ রাজ্য সভার সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুই পদে আসীন থাকার গ্যাঁড়াকলে গত ২৮ জুন শপথ নিতে পারেন নি। শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। সেদিন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেছিলেন, মুখ্যমন্ত্রী একজন সাংসদ হিসাবে নির্বাচিত। আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাই এই দুটির মধ্যে একটি তাঁকে ছাড়তে হবে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

 এই নির্বাচনে একজন সাংসদ বা বিধানসভার সদস্য হিসাবে ভোট দিতে পারবেন তিনি। তবে কোন পদে থেকে ভোট দেবেন তার সিদ্ধান্ত নিতে হবে ডাঃ মানিক সাহাকে। বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর নির্দিষ্ট কোন সময়ের মধ্যে শপথ নিতে হয় না। আগামী অধিবেশনের আগে শপথ নিতে পারবেন তিনি। দুটি হাউজের জন্য নির্বাচিত হলে ১৪ দিনের মধ্যে একটি পদ তাঁকে ছারতে হবে। এই ক্ষেত্রে সিদ্ধান্ত তিনিই নেবেন। তবে ২৬ জুন ফল ঘোষণার দিন থেকে ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলেছিলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেছিলেন বিষয়টি দলগত ভাবে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংসদের পদত্যাগপত্র তুলে দিলেন শ্রী সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য