স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : আবারো আক্রান্ত রাজ্যের এক প্রবীন সাংবাদিক। আক্রান্ত সাংবাদিক স্যন্দন পত্রিকায় কর্মরত। এই প্রবীণ সাংবাদিকের নাম তাপস দাস। রবিবার নিজ দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় মালঞ্চ নিবাস এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছেন। এদিন রাতে প্রবীন সাংবাদিকের মাথা ফাটিয়ে দেয় দুর্বৃত্তরা, এমনকি হাতের আঙ্গুল ভেঙে দেয় শাসকের অঙ্গুলিহেলনের দুর্বৃত্তরা।
পরে সেই সাংবাদিকের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে জিবি হাসপাতালে নিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানেও প্রচন্ড আঘাত লেগেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
রাজ্যে গত সাড়ে চার বছরে শুধু প্রবীন সাংবাদিক তাপস দাস আক্রান্ত হন নি। বহু সাংবাদিককে আক্রান্ত হতে হয়েছে। এতে আবারো স্পষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রীর মুখ পাল্টালেও, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হুমকির রেশ রাজ্যের সাংবাদিকদের উপর রাহু কেতুর দশার মতো বসে আছে। এই রাহু কেতুর দশার রেশ রাজ্যের সংবাদ মাধ্যমের উপর থেকে কবে কাটবে জানা নেই সংবাদ মহলের। এদিনের ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে সর্বত্র। দাবি উঠছে অতিসত্বর দুর্বৃত্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশকে। এ ধরনের প্রাণনাশকমূলক আক্রমণের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।