স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : কমলপুর মহকুমা মানিক ভান্ডার বাজারের এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা।প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে সিপিআইএম দলীয় কর্মী সমর্থকরা। ঘটনার বিবরণে জানা যায়, মানিকভান্ডার বাজারের এক ব্যবসায়ী সিপিআইএম সমর্থিত ব্যবসায়ী মোহনলাল দেবের উপর শনিবার রাতে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতিকারীরা।
তিনি যখন দোকানে কাজ করছিলেন তখন কয়েকজন দুষ্কৃতী তার দোকানে ঢুকে তাকে প্রাণঘাতী হামলা চালায়। তাকে রক্তাক্ত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে সকাল নয়টা নাগাদ বৃষ্টি উপেক্ষা করে সি পি আই এম -এর পক্ষ থেকে মানিকভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। পরে পথ অবরোধে বসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেন কর্মী সমর্থকরা।
মিছিলে ছিলেন সি পি আই এম ধলাই জেলার সম্পাদক অঞ্জন দাস, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচাৰ্য, সম্পাদক মন্ডলীর সদস্য রনবিজয় দত্ত ও ডি ওয়াই এফ আই ‘র রাজ্য কমিটির সদস্য সুলেমান আলী। দীর্ঘ এক ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশ এসে তাদের আশ্বাস দিয়ে অবরোধ করায়

