স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : প্রকাশিত হল ২০২২ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বুধবার শিক্ষাভবন স্থিত ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান চেয়ারম্যান ডাঃ রাজা চক্রবর্তী।
এই বছর পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৪৭৩৯ জন। এর মধ্যে পি সি এম গ্রুপে উত্তীর্ণ হয়েছে ২৪৯৮ জন। পি সি বি গ্রুপে উত্তীর্ণ হয়েছে ৪১৪২ জন। পি সি এম গ্রুপে প্রথম তিন স্থানাধীকারী হলেন বিভাবসু দেবনাথ, মৈনাক পাল ও অর্ঘ্যদ্বীপ সাহা। অন্যদিকে পি সি বি গ্রুপে প্রথম তিন স্থানাধিকারি হলেন পার্থিব রায়, মৈনাক পাল ও সমিক সাহা। এই বছর গত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন অনুষ্ঠিত হয়। এদিন ফলাফল জানা যাবে ওয়েব সাইড, এস এম এস – এর মাধ্যমে।