স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : চোরের আতঙ্কে আতঙ্কিত বিশালগড়বাসী। সারারাত জেগে এখন চোর পাহারা দেওয়ার উপক্রম শুরু হয়েছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। রাস্তায় গাড়ি রাখাও যেন এখন দুশ্চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। এমন একটি ঘটনা ঘটলো বিশালগড় রঘুনাথপুর এলাকায়।
সুবল মিয়া নামে ব্যক্তি তার TR 01 N 1764 নাম্বারের টাটা ম্যাজিক গাড়ি শুক্রবার সারাদিন চালানোর পর রাতে বাড়ির পাশে বিশালগড় বক্সনগর সড়কে রেখে বাড়িতে চলে যায়। অন্যদিকে রিপন মিয়া নামে এক গ্যারাজের মালিক রিপন মিয়া ব্যবসা শেষ করে রাতে বাড়ি চলে যায়। শনিবার ভোর রাতে সুবল মিয়ার গাড়ি থেকে থেকে চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে অন্য লোকেরা দেখতে পেয়ে চিৎকার করলে চোরের দল ব্যাটারি ফেলে পালিয়ে যায়।
পাশাপাশি রিপন মিয়ার গ্যারেজে ও হানা দেয় চোরের দল। শনিবার সকালে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরি হয়ে যাওয়া ব্যাটারীতে উদ্ধার করে। এলাকাবাসী জানায় তারা বর্তমানে আতঙ্কে রয়েছেন। এই সমস্ত চোরের দল তাদের নেশার টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে গোটা এলাকা জুড়ে। পুলিশ প্রশাসন যেন এ সমস্ত চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এমনটাই দাবি তোলেন।

