Friday, August 1, 2025
বাড়িরাজ্যজলমগ্ন উদয়পুরের টাউন সোনামুড়া এলাকা

জলমগ্ন উদয়পুরের টাউন সোনামুড়া এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে উদয়পুরের টাউন সোনামুড়া অর্থাৎ পৌর পরিষদের ১১ নং ওয়ার্ডের রাস্তা। রাস্তায় জমে গেছে হাঁটু সমান জল। রাস্তার জল বাড়ি ঘরে ঢুকতে শুরু করেছে। রাস্তায় জল জমে যাওয়ার ফলে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার লোকজনদের। এলাকার এক বাসিন্দা জানান মানুষের বাড়ি ঘরে রাস্তার জল ঢুকে পড়েছে।

রাস্তায় জল জমে যাওয়ার কারনে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছে। এলাকার কাউন্সিলার ঘর থেকেও বের হন না। ওনার দেখাও পাওয়া যায় না। কিন্তু এভাবে চলতে থাকলে প্রতিবছর তাদের সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে উদয়পুর পৌর পরিষদের পৌর প্রধানের জানার কথা। অথচ কোনরকম ব্যবস্থা না নেওয়ায় তারা চরম অসন্তুষ্ট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!