Saturday, February 15, 2025
বাড়িরাজ্যকালো অধ্যায় উদযাপন বিজেপি'র

কালো অধ্যায় উদযাপন বিজেপি’র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : সারা দেশের সঙ্গে ২৫ জুন দিনটিকে রাজ্যেও কালো দিবস হিসেবে উদযাপন করলো ভারতীয় জনতা পার্টি । মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই দিনটিকে কালো অধ্যায় হিসেবে ব্যখ্যা করেন। আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপির সদর কার্যালয়ে এই দিনটি উদযাপনের মুহুর্তে দলের অন্যান্য কার্যকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন এখন পর্যন্ত তিন বার দেশ জরুরী অবস্থার মধ্যে পড়েছে। ১৯৬২ ,১৯৭১ এবং ১৯৭৫ সালে এই জরুরী অবস্থা জারি করা হয়েছিল। যার কারনেই দেশে পালিত হয়ে থাকে কালো অধ্যায়। নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ইন্দিরা গান্ধী এই জরুরী অবস্থা জারি করেছিলেন। যার মাধ্যমে গনতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই সময়ে। এক লাখের উপরে মানুষকে জেলবন্দি করা হয়েছিল। ১৯৭৫ সালের  এই জরুরি অবস্থা ছিল ২১ মাস টানা। সুপ্রীম কোর্ট পর্যন্ত এই বিষয়টি যায়। আইন বদল করে এই জরুরী অবস্থা জারি রাখার অপপ্রয়াস ও চালান তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য