স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : পুলিশের দায়িত্ব পালন করছেন জিবি হাসপাতালের সিকিউরিটি গার্ডেরা। চোর আটক হয়েছে খবর পেয়ে ছুটে আসেন নি কোন পুরুষ পুলিশ। দুই মহিলা পুলিশ এসে হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ডের সহযোগিতায় চোরকে আটক করে নিয়ে গেল পুলিশ ফাঁড়িতে। জানা যায়, চুরি করে পালানোর সময় আটক হয় এক নাবালক চোর।
শনিবার দুপুরে নাগাদ হাসপাতালের এক মহিলা রোগী স্নান করতে যায়। সেই সুযোগে ১৬ বছর বয়সী চোর মহিলার টাকার ব্যাগ থেকে চার হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অন্যান্য রোগীর পরিজনেরা টের পেয়ে তাকে আটক করে। তার বাড়ি রাজধানী গোর্খাবস্তি এলাকায়। সাথে সাথে হাসপাতলের বেসরকারি সিকিউরিটি গার্ডরা তাকে রুমের ভেতর নিয়ে আটক করে রাখে। খবর দেওয়া হয় জিবি পুলিশ ফাঁড়িতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো খবর পেয়ে ছুটে আসে দুই মহিলা পুলিশ। মহিলা পুলিশ হাসপাতালে বেসরকারি সিকিউরিটি গার্ডের সহযোগিতায় আটক চোরকে পুলিশ ফাঁড়িতে নেয়। ধৃত চোর জানায় তার সাথে আরও একজন সহযোগী চোর ছিল। কিন্তু সেই সহযোগী চোরকে আটক করতে পারেনি দুই মহিলা পুলিশ। হাসপাতালের অন্যান্য রোগী ও রোগীর পরিজনদের অভিযোগ পুলিশের এ ধরনের গাফিলতির কারণে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। শুক্রবারও এক রোগীর ৫ হাজার টাকা চুরি হয়েছে। সুতরাং জিবি আউটপোস্টের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জনমনে।