Friday, February 7, 2025
বাড়িরাজ্যমন্ডল নেতার নেতৃত্বে রাজনৈতিক সন্ত্রাস

মন্ডল নেতার নেতৃত্বে রাজনৈতিক সন্ত্রাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : মন্ডল নেতার নেতৃত্বে আবারো রাজনৈতিক সন্ত্রাসে আতঙ্ক সৃষ্টি হয় কাঞ্চনমালা এলাকায়। শনিবার এলাকার বিরোধী দল তথা সিপিআইএম সমর্থকের তিনটি বাড়িতে আক্রমণ চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় শাসকদলের দুর্বৃত্তরা বলে অভিযোগ।

 সন্ত্রাসে নেতৃত্ব দেন গোলাঘাটি বিধানসভার মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, মণ্ডলের যুব মোর্চার সভাপতি হরিশঙ্কর ভৌমিক, স্থানীয় কাঞ্চনমালা এলাকার শাসকদলের দুষ্কৃতিকারী সঞ্জয় রায়, অরচুত রায়, শিশু রঞ্জন রায়, শ্যামল দাস, অংকুর রায়, টুটন দেবনাথ, কলকলিয়া এলাকার বিমল দেবনাথ সহ শাসক দলের  ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত। পূর্ব পরিকল্পিতভাবে  এদিন দুপুরে এলাকার শেখর দেবনাথ, বিসেম্বর সিনহা  এবং চন্দ্র মজুমদারের বাড়িতে হামলা এবং লুটপাট চালায়। যদিও এই হামলার আচ পেয়ে তিন পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেতে বিলম্ব করে। কিন্তু ঘরে কোন জিনিস রাখেনি। কান্নায় ভেঙ্গে পড়লেন ৮২ বছরের প্রবীণ।

কিন্তু পুলিশের ভূমিকা এতটা অসহনীয় হয়ে উঠেছে তা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে আপামর জনগণের ভরসা কে। তবে এ ধরনের ঘটনা এলাকায় কোন নতুন বিষয় নয়। মন্ডলের নেতাদের দাপটে এলাকায় বিরোধী দলের রাজনৈতিক কর্মী সমর্থক সহ সাধারন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকছে। মানুষের মধ্যে প্রশ্ন কাদের অঙ্গুলিহেলনে মন্ডল নেতারা এ ধরনের সন্ত্রাস এলাকায় সংঘটিত করে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য