স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই : তিন দফা দাবিকে সামনে রেখে সোমবার কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত নাইসিংপাড়া, আশাপাড়া ও খাসনামপাড়া এলাকার ব্রু পুনর্বাসন কেন্দ্রের মানুষ কাঞ্চনপুর শহরে এক সুবিশাল মিছিল সংঘটিত করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে, মহকুমার শাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
পরবর্তী সময় পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মহকুমার শাসকের কাছে তিন দফা দাবিতে একটি লিখিত ডেপুটেশন প্রদান করেন। দাবিগুলো হলো অবিলম্বে কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত নাইসিংপাড়া, আশাপাড়া ও খাসনামপাড়া এলাকার ব্রু পুনর্বাসন কেন্দ্রের সকল পুনর্বাসিত ব্রু পরিবারকে রেশন প্রদান করা ও পুনর্বাসন চুক্তি অনুসারে কৃষি জমি বরাদ্দ করা এবং আবাসিক প্লটের যথাযথ নিবন্ধন এবং ডকুমেন্টেশন করা। আগামী দিন সমস্যার সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

